আলু খেতের পরিচর্যায় ব্যস্ত সিরাজদিখানে কৃষকরা
আব্দুলাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলার আলু উৎপাদনকারী উপজেলা সিরাজদিখান । গোটা জনপদে এখন কীটনাশক ও পানি দিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এ উপজেলার প্রধান অর্থকরী ফসল আলু। তাই সিরাজদিখান এবার ৯ হাজার ৩০০’শত হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।
কিন্তু এবার জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আগাম আলু চাষ ব্যাহত হয়। আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে আলু উত্তলন শুরু হবে বলে আসা করছেন কৃষকরা। ইতি মধ্যে বাজারে আগাম জাতের আলু পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এ বছর আলুর গাছ ভাল রয়েছে ।এবার আলু রোপন করা হয়েছে ৯ হাজার ৩০০’শত হেক্টর। তিনি জানান, কীটনাশক এর দাম কম থাকায় চাষিরা ভালো ভাবে পরিচযার্য় করতে পারছে। তবে সিরাজদ্দিখান এলাকায় কিছু কিছু জমিতে আলু গাছে জটলা ঘরেছে। তিনি বলেন মার্চের প্রথম দিক থেকেই আলু উত্তলন হবে।#
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন