আলেপ্পোর পরিস্থিতি নিয়ে ওবামার উদ্বেগ

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর এলাকাগুলোর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেষ্ট সাংবাদিকদের বলেন, সিরিয়ার আলেপ্পোসহ অন্যান্য জায়গায় ব্যাপক রক্তপাতে সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনি বলেন, সিরিয়ায় আমরা দেখতে পাচ্ছি আসাদ সরকার ও রাশিয়া সমন্বিতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে অব্যাহত হামলা চালাচ্ছে।
তবে সিরিয়ার সেনা সূত্র এ কথা অস্বীকার করেছে। তারা বলছেন, বিমান বাহিনী সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
এদিকে আসাদ সরকারের অব্যাহত বোমা হামলায় ব্যাপক হতাহতজনিত পরিস্থিতি সামাল দিতে ডাক্তারদের বেগ পেতে হচ্ছে।
সরকারি বাহিনী তিন সপ্তাহ ধরে আলেপ্পো অবরুদ্ধ করার কারণে সেখানে ওষুধ ও রক্ত সরবরাহের পরিমাণ কমে গেছে। এছাড়া একটি পাম্পিং স্টেশনে বিমান হামলার কারণে নগরীর অনেক এলাকাই পানিশূন্য হয়ে পড়েছে।
আলেপ্পো সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ব্রিতা হাগি হাসান জানান, বিমানগুলো মুহূর্তের জন্যে আকাশ ত্যাগ করছে না। এখানকার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে।
সিরিয়ার বৃহত্তম নগরী আলেপ্পো দেশটির বাণিজ্য ও শিল্প শহর। দেশটিতে ২০১২ সালে যুদ্ধ শুরুর পর থেকে শহরটির পূর্বাংশ বিদ্রোহী এবং পশ্চিমাংশ সরকারপক্ষ নিয়ন্ত্রণ করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় আলেপ্পোয় স্বল্পমেয়াদি অস্ত্রবিরতি কার্যকর হয়। কিন্তু গত সোমবার সিরিয়ার সেনাবাহিনী নগরীর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার লক্ষে বিমান হামলা শুরু করলে অস্ত্রবিরতি ভেঙে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন