মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আলোচনায় গ্রাহক স্বার্থ, চাকরির নিশ্চয়তা

মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও গ্রাহক স্বার্থ, তরঙ্গ ব্যবস্থাপনা, অডিট আপত্তি, কর্মীদের চাকরির নিশ্চয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

বুধবার এ দুই কোম্পানির ব্যবসা একীভূতকরণের আবেদন নিষ্পত্তির জন্য বিটিআরসিতে অনুষ্ঠিত গণশুনানিতে এই মতামত আসে। এ বিষয়ে নিজেদের শঙ্কা ও পরামর্শ তুলে ধরেছেন বিভিন্ন পেশার মানুষ, ভোক্তা অধিকার সংগঠন ও অপারেটর প্রতিনিধিরা।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে তারা এসব মতামত তুলে ধরা হয়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্য‌ন্ত এ শুনানি চলে।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদের সভাপতিত্বে বিটিআরসির অন্যান্য কমিশনার, ঊধ্বর্তন কর্মকর্তা, রবি ও এয়ারটেলের প্রতিনিধি, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) বিভিন্ন খাতের পেশাজীবী ও সাধারণ ভোক্তা শুনানিতে অংশ নেন। কমিশনের বিদ্যমান আইন ২০০১ এর ৮৭ ধারা অনুসারে এ শুনানির আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন বিটিআরসির মহাপরিচালক একে এম শহিদুজ্জামান।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ অনুষ্ঠানের শুরুতে বলেন, গণশুনানিতে মোট ৯৮ জন নিবন্ধন করেন। আর লিখিত মতামত দেন ১০০ জন। শুনানিতে উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেছেন মাত্র ৩২ জন।

ক্যাবের পক্ষে তাদের আইজীবী ব্যারিষ্টার অনিক প্রতিষ্ঠানটির মতামত তুলে ধরেন। তিনি বলেন, ‘বিটিআরসির আইন অনুসারে এক প্রতিষ্ঠানের তরঙ্গ অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যায় না। এখন রবি ও এয়ারটেল এক হলে তাদের হাতে থাকা তরঙ্গের বিষয়টি কি হবে সেটা ভেবে দেখতে হবে। রবির মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপের সঙ্গে সম্প্রতি ইন্দোনেশিয়ায় একটি মোবাইল কোম্পানি একীভূত হয়, সেখানে তরঙ্গ সরকার ফিরিয়ে নেয়, পরে আবার তদের কাছে বিক্রি করে। বিটিআরসিও এ বিষয়ে ভাবতে পারে।’

তিনি আরও বলেন, একীভূতকরণে মোট মোবাইল মার্কেটের ৯৬ শতাংশ তিন কোম্পানির নিয়ন্ত্রণে চলে যেতে পারে, এতে এ খাতে একটি প্রতিযোগিতাহীন পরিবেশের সৃষ্টি হবে, যাতে অপারটেররা নতুন বিনিয়োগে উৎসাহিত হবে না বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

ছাত্র, সাংবাদিক, আইনজীবী, বেসরকারি চাকরিজীবীরা বলেন, রবি ও এয়ারটেল এক হলে গ্রাহক ভালো সেবা পাবে এটা ইতিবাচক দিক। তবে ওয়ারিদ থেকে এয়াটেল হওয়ার সময় তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স প্রাপ্তি নিয়ে নানা অভিযোগ আছে এ বিষয়টি একটা সুরাহা হওয়া উচিত। একীভূত হওয়ার আগে দুই প্রতিষ্ঠানের বিনিয়োগ, অডিট আপত্তির মতো নিষ্পত্তি বিষয়ের সুরাহা হওয়া প্রয়োজন বলে তারা মত দেন।

শুনানিতে এক প্রশ্নের জবাবে রবির পক্ষ থেকে বলা হয়, ‘একীভূত হওয়ার পর এয়ারটেলের ০১৬ সিরিজের নম্বর নতুন করে দেওয়া হবে না। তবে পুরোনো নম্বর যেগুলো এখন চালু আছে তা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সচল থাকবে।’

প্রসঙ্গত, রবি ও এয়ারটেলের ব্যবসা একীভূত করতে গত জানুয়ারিতে আনুষ্ঠানিক চুক্তির পর রবি আজিয়াটা লিমিটেড জানিয়েছে, একীভূত কোম্পানি রবি নামেই ব্যবসা চালাবে।

রবির মালিকানা মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আজিয়াটা গ্রুপের। আর এয়ারটেলের মালিক ভারতের ভারতি এয়ারটেল; তারা বাংলাদেশে ওয়ারিদের ব্যবসা কিনে নিয়েছিল।

দুই প্রতিষ্ঠান এক হলে আজিয়াটা ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ার ও ভারতি ২৫ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করবে। বাকি ৬ দশমিক ৩ শতাংশ বর্তমানে রবির অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে। দুই কোম্পানি এক হলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় চার কোটি, যা বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহকের এক-চতুর্থাংশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা