আশা করি বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে : সানি
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন আম্পায়াররা। ১২ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এর পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই বাঁ-হাতি স্পিনার।
ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে আরাফাত সানির অ্যাকশনের পরীক্ষা ৮ সেপ্টেম্বর। প্রায় পাঁচ মাসের প্রস্তুতি শেষে পেসার তাসকিন আহমেদের সঙ্গে তিনি অস্ট্রেলিয়া রওনা হবেন ৫ সেপ্টেম্বর রাতে।
বাবার মৃত্যুর পর সোমবার অনুশীলনে ফিরেছেন এই বাঁ-হাতি স্পিনার। শোক কাটিয়ে ফিরে আরাফাত সানি আশাবাদী অস্ট্রেলিয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হতে।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে আরাফাত সানি বলেন, ‘আমার যে সমস্যা ছিল তা নিয়ে কাজ করছি। ল্যান্ডিংটা আগে সোজা হতো এখন সমান্তরাল হচ্ছে। এটা যদি ঠিকমতো করতে পারি, আশা করি বোলিং অ্যাকশন ঠিক হয়ে যাবে। আমি আত্মবিশ্বাসী পরীক্ষায় উত্তীর্ণ হতে।’
বোলিং অ্যাকশন আগের চেয়ে ভালো হয়েছে বলেও মনে করেন সানি, ‘আমার বোলিং অ্যাকশন এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। অনুশীলনে কোচ দেখে তাই বলেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন