আশুলিয়ায় শিশুকে পাশবিক নির্যাতন, আটক ১
আশুলিয়ায় ৯ বছরের এক মেয়ে শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় খন্দকার শামীম (৩০) নামে এক লম্পটকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে জিরানী টেঙ্গুরী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক লম্পট শামিম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পারগোয়ানা গ্রামের মৃত খন্দকার আমিনুর ইসলামের ছেলে। সে টেঙ্গুরী এলাকায় মুক্তিযোদ্ধা মিজান মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করত বলে জানিয়েছে পুলিশ।
পাশবিক নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, আমি ও আমার স্ত্রী দু’জনেই পোশাক কারখানায় চাকুরী করি। মেয়েটিকে বাসায় একা পেয়ে প্রতিবেশী শামীম কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
এব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, শামীম প্রতিবেশী নয় বছরের এক মেয়ে শিশুকে কৌশলে তার ঘরে নিয়ে পাশবিক নিযার্তন করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শামীম পালিয়ে যায়। পরে স্থানীরা অভিযুক্ত শামীমকে পাশ্ববর্তী বাজার থেকে আটক করে পুলিশে সোর্পাদ করে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বর্তমানে নিযার্তিত শিশুটির চিকিৎসা সেবার পাশাপাশি লম্পট শামীমের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন