আশুলিয়ায় শিশুর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
আশুলিযায় ৬ বছরের মেয়ে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। উদ্ধারের পর শিশুটির সারা শরীরে জুড়ে মারধর ও আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। মৃতদেহের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রতিবেশীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটায় আশুলিয়ায় জামগড়ায় নারী ও শিশু হাসপাতাল থেকে জান্নাতুল ফেরদৌস নামে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই রাসেল মোল্লা জানায়, হাসপাতালে খবরের ভিত্তি ৬ বছরের মেয়ের শিশু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পোশাক শ্রমিক শিশুটির বাবা মার বরাত দিয়ে পুলিশ আরও জানায়, গত মঙ্গলবার বাথরুমের পড়ে গিয়ে অসুস্থ হয় জান্নাতুল। তবে কোন চিকিৎসা না দিয়েই বাসা রেখে দেয় তাকে। পরে কারখানা থেকে আজ সন্ধ্যায় ফিরে শিশুটি কোন নাড়া চড়া না দেখতে না পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
তবে শিশুটির সারা শরীরে মারধর ও বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশীসহ ৬ জনকে থানা রাখা হয়েছে।
নিহত জান্নতুল ফেরদৌসকে নিয়ে বাবা মা আশুলিয়ার ভাদাইলে সফিকের বাড়িতে ভাড়া থাকত। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন