আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে কারখানা বন্ধ

সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরি কারখানার পিএমকে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিক আন্দোলনের সৃষ্টি হয়েছে। এতে হুমকির মুখে ওই পোশাক কারখানাটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকপক্ষ।
শনিবার সকালে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমানের মালিকানাধীন বান্দু ডিজাইন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বান্দু ডিজাইন লিমিটেড কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক দিন আগে বেতন বৃদ্ধি পাওয়া কয়েকজন পুরাতন শ্রমিককে ছাঁটাই করার উদ্যোগ নেন কারখানা কতৃপক্ষ। বিষয়টি জানতে পেরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ করেন কারখানার পিএম সোহেল মিয়া।
এ কারণে গত বৃহস্পতিবার পিএম সোহেলকে কারখানা কতৃপক্ষ ছাঁটাই করেন। এর প্রতিবাদে শ্রমিকরা শনিবার সকালে কারখানার ভিতরে আন্দোলন শুরু করলে মালিকপক্ষ কারখানা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
শনিবার সকালে কারখানার মূলফটকে তালা দেয়া থাকলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজার রহমান জানান, সব সমস্যা সমাধান করে কারখানা খুলে দেয়ার ব্যপারে আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন