আসিফ গাইবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং
বরিশাল বুলসের থিম সং গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। কুমিল্লার এই শিল্পি প্রস্তাব পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সং গাওয়ারও। তিনি প্রথমে কুমিল্লার থিম সংটি গাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলেনও। কিন্তু হঠাৎ সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের থিম সং গাইবেন না আসিফ আকবর। তবে কী কারণে গাইবেন না সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেন, ‘কোন মানসিক দ্বন্দ্বে থাকতে চাইনা। তাই বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর থিম সং’ টি আর করছিনা। ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ আমাকে থিম সং তৈরী করার যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন।
বরিশাল বুলস এর কোন আপত্তিও ছিলোনা, কিন্তু অনেক ভেবে দেখলাম এক দলের দু/তিনটি থিম সং হয়ে গেলে আকর্ষণ হারিয়ে যাবে। তাই হিজরতে বাধ্য হলাম। তাছাড়া বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। আরো আগে থেকেই আমি এই দলের সার্বিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, থিম সংটিও গেয়েছি ভিক্টোরিয়ান্সের প্রস্তাবনার আরো আগে। যারা কুমিল্লা’র থিম সং করেছেন তাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে স্বাগতম। আমরা সবাই সঙ্গীত পরিবারের লোক । ফুয়াদ, মিলা, কৌশিক হোসেন তাপস আমার অত্যন্ত স্নেহের। নৈতিক কারণেই কুমিল্লার গানটি গাওয়া হলোনা।
আশা করি ব্যাপারটি সবাই স্বাভাবিক ভাবেই নেবেন। কুমিল্লার কৃতি সন্তান, জেলার সদ্য সাবেক জাতীয় ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্স যোগ্যতা থাকা সত্ত্বেও কোন দলে ডাক পায়নি। প্রথম শ্রেণি এবং ক্লাব ক্রিকেটে ডিকেন্স ড্যাশিং ক্রিকেটার। আমার উদ্যেগে বরিশাল বুল’স তাকে দলে ভিড়িয়েছে। সব মিলিয়ে আমরা ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রাখবো, এই আশাবাদ আমার। এই নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, ক্রিকেট অনুরাগী ভক্তদের।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন