আহত ট্রাফিক পুলিশের পাশে প্রধানমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় আহত ট্রাফিক কনস্টেবল মো. শাহানুরের খবর নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্ত্রী আফরোজা বুলবুলকে মঙ্গলবার বিকেলে গণভবনে ডেকে শাহানুরের চিকিৎসার খরচ বাবদ নগদ দুই লাখ টাকাও দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী কনস্টেবল শাহানুরের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন, একইসাথে তার পরবর্তী চিকিৎসার ব্যপারে সহযোগিতার সার্বিক আশ্বাস দেন। শাহনুর বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শাহনুর প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি অনুদান ও তার আন্তরিকতায় শাহনুরের স্ত্রী ও উপস্থিত পরিবারের অন্য সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত ২৪ জানুয়ারি রাজধানীর শ্যামলী কলেজ গেট ট্রাফিক সিগন্যালে (মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে) দায়িত্ব পালনকালে একটি দ্রুতগামী বেপরোয়া বাস চাপা দিলে গুরুতর আহত হন কনস্টেবল মো. শাহানুর। গত ১০ মার্চ থেকে তার মস্তিস্কে রক্তক্ষরণ চলছে।
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শাহনুরের পরিবারকে গণভবনে ডেকে পাঠান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার ইমতিয়াজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন