আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মেয়র আনিসুল মুক্ত
আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি ট্রাক টার্মিনাল গঠন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষ হয়। এতে জসিম (৪০) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হন।
রোববার দুপুর সোয়া ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ জসিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
এদিকে এ অভিযান ঘিরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। আলোচনার জন্য তিনি ওই অফিসে যান। সেখানে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে অবরুদ্ধ করে রাখে।
বিকেল পৌণে ৫টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা তাকে ড্রাইভার্স ইউনিয়ন অফিস থেকে নিরাপদে বের করে আনেন। তিনি বাইরে এসে একটি হ্যান্ডমাইকের সাহায্যে উপস্থিত শ্রমিক জনতার উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ‘তেজগাঁওয়ে রাস্তার ওপর কোন ট্রাক থাকতে পারবে না। ভেতরের দিকে নির্ধারিত স্থানে ট্রাক রাখা যেতে পারে। কোনভাবেই রাস্তার ওপর ট্রাক রেখে রাস্তা বন্ধ করা যাবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ গুলি ছোড়ে। এতে এক ট্রাকচালক আহত হন। পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় লোকজন জানান, বিক্ষুব্ধ লোকজন মেয়রের প্রটোকলের গাড়ি ভাঙচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন