আ.লীগ কর্মী খুন, ঘরছাড়া বিএনপি
বগুড়া: শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যা ব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলা এলাকায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুর মণ্ডলের ভাগ্নে মহতাব আলীকে (৫০) কুপিয়ে হত্যা করে বিএনপি প্রার্থী ওবায়দুর রহমানের কর্মীরা। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন আওয়ামী লীগের দুই কর্মী আমিনুর রহমান ও মোজাফ্ফর হোসেন। প্রতিবাদে বিএনপি প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও আগুন দেয়ায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা।
হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার দুপুর পর্যন্ত পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাম রহমান (৩৫), নজরুল ইসলাম (৫০), নান্নু মিয়া (৪০), বাদশা মিয়া (৪৫), ওয়াহেদ আলী, (৪০) জাহিদুল ইসলাম (৩০), দিলবর ফকির (৫০), শাহিন (৩০), এনামুল (৩০), ফারুক হোসেন (৩০) ও আল মছির (৩২)। এরা সবাই বিএনপি প্রার্থী ওবায়দুর রহমানের কর্মী সমর্থক বলে জানিয়েছেন এলঅকাবাসী।
মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনা দুঃখজনক এবং অনাকাঙ্খিত।
নির্বাচনের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।’
বগুড়ার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন