আ. লীগ নেতাসহ তিনজনকে গুলি করে ছিনতাই
চট্টগ্রামের মীরসরাইয়ে আওয়ামী লীগের এক নেতাসহ তিনজনকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে উপজেলার পূবালী ব্যাংক মিঠাছড়া শাখার সামনে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা এমরান উদ্দিন, গাংচিল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও তাঁদের গাড়ির চালক বরুণ কান্তি। আহতদের চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় পূবালী ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে ব্যাংকে উঠার সময় ছিনতাইকারীরা গুলি করে একটি টাকার ব্যাগ নিয়ে যায়। আহত আওয়ামী লীগ নেতা এমরান উদ্দিন গাংচিল, রংধনু ও রেদোয়ান নামের তিনটি ফিলিং স্টেশনের পরিচালক।
এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাশেদা আকতার মুন্নি জানান, গত তিনদিনের তেল বিক্রি বাবদ এক কোটি টাকা দুটি ব্যাগে ভরে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় ব্যাংকের সামনে মুখ বাঁধা ছিনতাইকারীরা গুলি করে একটি ব্যাগ নিয়ে যায়।
আরেকটি ব্যাগ গাড়িতে থাকায় ৮৫ লাখ টাকা অক্ষত থাকে। তবে এ ঘটনার পর আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এত বড় ঘটনা ঘটেছে কেউ রক্ষার জন্য এগিয়ে আসেনি। ব্যাংকের প্রহরীর হাতে অস্ত্র ছিল। ব্যাংকও কোনো নিরাপত্তা দিতে পারেনি।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন জানান, আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এমরান উদ্দিন কিছুটা আশঙ্কামুক্ত। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন