আ.লীগ নেতা-ধর্মযাজকসহ ৪ জনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা ও ধর্মযাজকসহ চারজনকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনসারুল্লাহ বাহিনী এ হুমকি দিয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রি করেছেন সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ চারজন।
জিডি সূত্রে খবর, মঙ্গলবার বিকালে সাটুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোরের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবিটি মানিকগঞ্জ জেলা আরবি স্বাক্ষরকৃত একটি চিঠি আসে। চিঠিতে সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর (ভারতের দালাল উল্লেখ করে), বালিয়াটী উদিচি শাখার সভাপতি আবুল হোসেনকে (ইসলামবিরোধী কর্মকাণ্ডের জন্য), বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন (আওয়ামী দালাল হিসেবে), বালিয়াটী রাম কৃষ্ণের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে (মুরতাদ ঘোষণা করে) বলা হয়, “তোমরা সীমা লংঘন করো না, নিশ্চই আল্লাহ সীমা লংঘনকারীদের ভালোবাসেন না। (আল কুরআন ২:১৯০) এরপর বলা হয়, তোমরা পাপিষ্ঠ প্রতারক ও নীচ প্রকৃতির। কাফিরদের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছি। তোমরা আমাদের পরবর্তী টার্গেট, প্রস্তুত থাক।”
এই হুমকিবার্তার কথা জানাজানি হলে সাটুরিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হুমকি পাওয়ার পর মঙ্গলবার রাতেই সাটুরিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রি নং ৪০৪, তারিখ- ১২-০১-২০১৬।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানিকগঞ্জে হুমকি দিয়ে মন্দিরের মাটি কেটে রাস্তা নির্মাণ
প্রাণনাশের হুমকি দিয়ে কালী মন্দিরের জায়গার মাটি কেটে রাস্তা নির্মাণেরবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ফারিয়া আলম কাজল নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহতবিস্তারিত পড়ুন
মানিকগঞ্জে কলেজছাত্রীর লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয়ে সাবরিনা আক্তার বন্যা (১৯) নামে এক কলেজছাত্রীর লাশবিস্তারিত পড়ুন