‘ইংরেজি শুধু ভাষা নয়, এখন প্রযুক্তিরও অংশ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইংরেজি বিভাগের উদ্যোগে ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব এর উদ্বোধন ও ‘ইংলিশ ডিবেট, পাবলিক স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন’ শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ডিবেটিং ক্লাব ও ওয়ার্কসপের উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, এখন ইংরেজি শুধু ভাষা নয়, এটি এখন প্রযুক্তির অংশ। আমরা যদি গ্লোবাল মানদণ্ডে পৌঁছাতে চাই, তাহলে আমাদের জানতে হবে গ্লোবাল মানদণ্ড আসলে কী? যার জন্য আরও বেশি করে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে।
ডিবেটিং সম্পর্কে তিনি বলেন, ডিবেটিং-এর মাধ্যমে আমরা যেকোনো বিষয়ে উপযোগী সমাধান খুঁজে পেতে পারি। ডিবেটিং-এর মাধ্যমে আমাদের জ্ঞান শুধুমাত্র একটি বিষয়ে সীমাবদ্ধ থাকে না। ডিবেটিং জীবনের প্রতিটি ক্ষেত্রের ব্যবস্থাপনায় দক্ষতা তৈরিতে সহায়তা করে। একজন ভালো তার্কিক হতে হলে প্রচুর তথ্য ও জ্ঞান আহরণ করতে হয়। এরফলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সে সহজেই টিকে থাকতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু জাফর। আরও বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, তানিয়া তাহমিনা ও ড. মো. মমিন উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের আহ্বায়ক ও প্রভাষক কাজী অর্ক রহমান এবং সঞ্চালনা করেন প্রভাষক শেহরীন আতাউর খান। এসময় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন