ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে: মুস্তাফিজ
আইপিএলের প্রথম ম্যাচে তার জাত চিনিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। আর তাতেই ভারতের গণমাধ্যমগুলো মেতেছে মুস্তাফিজকে নিয়ে। সম্প্রতি ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমস মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ জানিয়েছেন ক্রিকেটে কিভাবে উঠে এলেন সেই গল্প। জানা গেছে, ভাষাগত সমস্যার কারণে হায়দরাবাদের টিম মিটিংয়ে মুস্তাফিজুর রহমান অংশগ্রহণ করতে পারেন না। পরবর্তীতে সহজ ভাষায় মুস্তাফিজকে বুঝিয়ে বলা হয় তা সহজেই আয়ত্বে করতে পারেন।
আইপিএলের পরপরই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন মুস্তাফিজ। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ আরো বলেন, কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন বলে ইংরেজি তার শিখতেই হবে। মুস্তাফিজের ভাষ্য, ‘ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’
হায়দরাবাদের ম্যানেজার বিজয় কুমার স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘সে এখানে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। হয়তো টিম মিটিংয়ে ওভাবে উপস্থিত হতে পারেন না কিন্তু তাকে এক-দুই শব্দে পরবর্তীতে বুঝিয়ে দিলে সে সহজেই তা আয়ত্বে নিতে পারে। ধীরে ধীরে আরও মানিয়ে নিবে। খুব একটা সমস্যা হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন