ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে: মুস্তাফিজ

আইপিএলের প্রথম ম্যাচে তার জাত চিনিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। আর তাতেই ভারতের গণমাধ্যমগুলো মেতেছে মুস্তাফিজকে নিয়ে। সম্প্রতি ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমস মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে।
ভারতের দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ জানিয়েছেন ক্রিকেটে কিভাবে উঠে এলেন সেই গল্প। জানা গেছে, ভাষাগত সমস্যার কারণে হায়দরাবাদের টিম মিটিংয়ে মুস্তাফিজুর রহমান অংশগ্রহণ করতে পারেন না। পরবর্তীতে সহজ ভাষায় মুস্তাফিজকে বুঝিয়ে বলা হয় তা সহজেই আয়ত্বে করতে পারেন।
আইপিএলের পরপরই ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন মুস্তাফিজ। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুস্তাফিজ আরো বলেন, কাউন্টি ক্রিকেট খেলতে যাবেন বলে ইংরেজি তার শিখতেই হবে। মুস্তাফিজের ভাষ্য, ‘ইংরেজি শেখা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’
হায়দরাবাদের ম্যানেজার বিজয় কুমার স্থানীয় এক গণমাধ্যমকে বলেন, ‘সে এখানে ভালোভাবেই মানিয়ে নিয়েছে। হয়তো টিম মিটিংয়ে ওভাবে উপস্থিত হতে পারেন না কিন্তু তাকে এক-দুই শব্দে পরবর্তীতে বুঝিয়ে দিলে সে সহজেই তা আয়ত্বে নিতে পারে। ধীরে ধীরে আরও মানিয়ে নিবে। খুব একটা সমস্যা হবে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন