ইউটিউব দেখে সন্তানদের জন্য বাড়ি বানালেন মা!
এবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে নিজের সন্তানদের জন্য বাড়ি বানালেন যুক্তরাষ্ট্রের এক নারী। তাঁর নাম কারা ব্রুকিনস।
পারিবারিক সহিংসতার শিকার হওয়ার পর নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন কারা ব্রুকিনস। এ জন্য তিনি ও তাঁর চার সন্তানের জন্য আলাদা একটি বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। সন্তানদের জন্য পাঁচ বেডরুমের একটি বাড়ি তৈরি করেছেন ব্রুকিনস।
বাড়িটি তৈরি করতে তিনি ইউটিউবের সাহায্য নিয়েছেন। দীর্ঘদিন ইউটিউবে শত শত বাড়ি নির্মাণের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখে তিনি নিজের সন্তানদের নিয়ে বাড়ি বানিয়েছেন।
বাড়ি বানানোর পর ব্রুকিনস তাঁর ব্লগে লিখেছেন,‘যখন আমি বাড়ি নির্মাণের পরিকল্পনা করছিলাম, তখন সবাই আমাকে পাগল ভেবেছিল। আমি যখন একা থাকতাম, সেটি আমাকে খুব আঘাত করত।’
ব্রুকিনস আরো লিখেছেন, ‘ভয়, অনিশ্চয়তার মধ্যে থেকে আমি শুধু একটি পথই দেখতে পেয়েছি। আর তা হলো আমাদের সামনে বড় কিছু করতে হবে। আমি এক মিনিটের জন্য এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম না, যে আমরা কী করছি।’
বাড়িটি নির্মাণের জন্য ব্রুকিনসকে ক্ষুদ্রঋণ নিতে হয়েছে। ঋণের সেই টাকা দিয়ে তিনি এক একর জমি কিনে বাড়িটি বানিয়েছেন।
ওই নারী তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘যখন আমরা ঠেলাগাড়িতে কংক্রিট মেশাচ্ছিলাম, তখন আমাদের পায়ের আঙুল জমে যাচ্ছিল। আর সেগুলো বাউন্ডারির ওপরে তোলার সময় আমাদের পেশিগুলো ভীষণ ব্যথা করছিল।’
বাড়িটি বানানোর পর ব্রুকিনস এখন মানুষের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন। তাঁকে কে উৎসাহিত করেছিল এবং কীভাবে একটি পরিবার এমন একটি বাড়ি বানাতে পারে তা নিয়ে স্মৃতিকথাও লিখছেন ব্রুকিনস।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন