ইউসিসি ও ক্যাডেট কোচিং সেন্টারকে জরিমানা

অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন লেখায় ‘ইউসিসি কোচিং সেন্টার’ ও ‘দি ক্যাডেট কোচিং সেন্টার’কে জরিমানা করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
আজ মঙ্গলবার এপিবিএন ৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিবিএন ৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন ৫-এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, গত সোমবার অনুমতি ছাড়া অন্যের দেয়ালে বিজ্ঞাপন লেখায় মিরপুরে ‘দি ক্যাডেট কোচিং সেন্টারে’র ব্যবস্থাপক মো. জুলহাস আহম্মেদ এবং ‘ইউসিসি কোচিং সেন্টারে’র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাইদুর রহমান জানান, দেয়াল লিখন (নিয়ন্ত্রণ) আইন, ২০১২-এর ৩ ও ৬ ধারা ভঙ্গের কারণে উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার পণ্যের মোড়কের গায়ে মূল্য প্রদর্শন ছাড়া এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া ওষুধ বিক্রি করায় উত্তরায় ‘নিউ সানমুন ফার্মা’র ব্যবস্থাপক মো. হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উত্তরার ‘লাজ ফার্মা’য় পণ্যের মোড়কের গায়ে মূল্য প্রদর্শন ছাড়াই ওষুধ বিক্রি করায় এর ব্যবস্থাপক মো. আনোয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ‘মিষ্টি মুখ অ্যান্ড অভিজাত বেকারী’র ব্যবস্থাপক সুবল দাসকে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন