ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্রকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা!
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্রকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তালেবান। একজন সিনিয়র তালেবান কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ফাঁসি দেয় ক্ষমতার বাইরে থাকা তালেবান।
শুক্রবার কাবুলে থেকে প্রায় ৬০ কিলোমিটার পশ্চিমে ময়দান ওয়ারদাক প্রদেশের সেওয়াকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। কাবুল পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের চতুর্থ-বর্ষের ছাত্র ফয়জুর রেহমানকে স্থানীয় অধিবাসীদের সামনে ফাঁসি দেয়া হয়। প্রশাসনের লোকজন খবর পাওয়ার আগেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুর রহমান মঙ্গা জানিয়েছেন, ফয়জুর রেহমান স্থানীয় তালেবান গোয়েন্দা কর্মকর্তা মোল্লা মিরওয়াইজ হত্যার সঙ্গে জড়িত ছিল বলে তালেবানরা অভিযোগ করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফয়জুরকে বাঁচাতে চাইলেও তাদের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করে তালেবান।
নিহত ওই ছাত্র ছুটি কাটাতে বৃহস্পতিবার কাবুল থেকে গ্রামের বাড়ি যাওয়ার পর তালেবানের হাতে ধরা পড়ে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দিতে তদন্ত শুরু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন