সোমবার, জুলাই ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইঞ্জিনিয়ারিং পাশের পর জুতা পালিশ করে কোটিপতি!

“ব্যর্থতার সময় মানুষ একা হয়ে যায়। সফলতার সময় দুনিয়া তার সাথে থাকতে চায়। যে যেখানে আছে সেখান থেকে হাসতে পারলে ইতিহাস রচনা করে যায়।”

এই কথাটি সত্য করেছেন ভারতের মুম্বাইয়ের সন্দীপ গাজাকাশ। যিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকুরি না করে স্বাধীন পেশায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন কাজ যা সাধারণত মানুষ বাধ্য না হলে করে না। তার কাজটি ছিল- জুতা পালিশ করা এবং জুতা মেরামত করা!

অবাক হলেও কথাটি পুরোপুরিই সত্য। সন্দীপ ভারতের প্রথম জুতা পালিশ এবং মেরামত তথা জুতা লন্ডীর ব্যবসা শুরু করেন। দেখতে দেখতে আজ তার কোম্পানি ভারতের দশটি রাজ্যে বিস্তার লাভ করেছে। তার কোম্পানি বর্তমানে নামকরা ব্রান্ড ফিউমা (Puma), রিবুক (Reebook), নাইকি (Nike) এবং ফিলা (Fila) এর থেকে কোন অংশে কম নয়।

ইঞ্জিনিয়ারিং পাশ করে সন্দীপ চাকুরির জন্য আমেরিকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ৯/১১ এর হামলার পর তিনি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে জুতা পালিশের ব্যবসা শুরু করেন।

জুতা মেরামত ও পালিশের এই কাজকে তার পরিবারের অন্যান্য সদস্যরা সহজে মেনে নেয়নি। নেয়ারও কথা না। কারণ ইঞ্জিনিয়ারিং পাশ করা একজন ছেলে কিনা জুতা পালিশ ও মেরামতের কাজ করবে!

সন্দীপ সবার কথা না শুনে নিজের হৃদয়ের কথা শুনেছিলেন। তিনি মাত্র ১৪ হাজার টাকা খরচ করে ব্যবসা শুরু করেন। আরও অবাক হবেন জেনে যে, তিনি প্রথমে একটি গোসলখানাকে ওয়ার্কসপ হিসেবে গড়ে তুলেছিলেন। এরপর বন্ধু-বান্ধব ও নিকটাত্মীয়দের জুতা মেরামত ও পালিশ করতে থাকেন। ধীরে ধীরে তার পরিশ্রম ও কাজের পরিধি বাড়তে থাকে। এভাবেই আস্তে আস্তে সফলতা প্রাপ্ত হন।

সন্দীপ শুধু জুতা পালিশ ও মেরামত করার কাজেই পুরো সময় ব্যয় করেননি। তিনি অধিকাংশ সময়েই জুতার ব্যবসার নতুনত্ব খুঁজতেন। তিনি তার উদ্ভাবনী শক্তি দ্বারা পুরনো জুতাকে নতুনত্ব প্রদান করতে চাইতেন। এই কৌশল প্রয়োগে তিনি বেশ কয়েকবার ব্যর্থও হয়েছেন। কিন্তু হতাশ হননি। অবশেষে ২০০৩ সালে তিনি দেশের প্রথম জুতা লন্ড্রীর কোম্পানি (The Shoe Laundry Company) চালু করেন।

কঠোর পরিশ্রম ও মেধার জোরে সন্দীপের জুতা লন্ড্রী কোম্পানির বর্তমানে ২ কোটিরও বেশি টাকার বার্ষিক বিক্রয় হচ্ছে। শুধু তাই নয়। বর্তমানে তিনি তার কোম্পানি স্বত্ব বিক্রি করছেন। ফলে তার কোম্পানির পরিধি মুম্বাই, পুণে, গোরখপুরসহ বেশকিছু শহরেও বিস্তার লাভ করেছে। এই বিস্তৃতি খুব দ্রুত গতিতেই হচ্ছে।

সফল হওয়ার সহজ রাস্তা হচ্ছে নতুন কোন কাজ খুঁজে বের করা। তাছাড়া সফল ব্যক্তিদের কর্মকৌশল পর্যালোচনা করলে জানা যায় তারা পছন্দসই কাজ করতেন। বব ডিলানের একটি উক্তির মাধ্যমে আজকের লেখার ইতি টানছি-“মানুষ সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমাতে যায়। যদি এর মাঝে তারা নিজস্ব পছন্দের কাজ করে তবে সফল হয়।”

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ