সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইঞ্জিনিয়ার্সের পাশাপাশি সোহরাওয়ার্দীও চায় বিএনপি

কাউন্সিলের জন্য দেরি করে সবচেয়ে ছোট জায়গা বরাদ্দ দেয়া হয়েছে এমন অভিযোগ করে কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দে বসার জন্য বরাদ্দকৃত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের জন্য আবারো আবেদন করেছে বিএনপি।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।

প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ গত ২ মার্চ রাতে কাউন্সিলের জন্য তাদের জায়গা ব্যবহার করতে দেয়ার ব্যাপারটি বিএনপিকে লিখিতভাবে অবহিত করে।

পরদিন ৩ মার্চ নয়াপল্টনে বিএনপির এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়ে রিজভী আহমেদ বলেন, কাউন্সিলের ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পাওয়ায় তারা সোহরাওয়ার্দী উদ্যানের আবেদন প্রত্যাহার করে নিচ্ছে। এখন তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে কেন্দ্র করে সম্মেলনের প্রস্তুতি শুরু করবেন।

এর আগে, গণপূর্ত অধিদপ্তর বিএনপিকে চিঠি দিয়ে জানিয়েছিল, ডিএমপির অনুমতি সাপেক্ষে বিএনপি কাউন্সিলের ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করতে পারবে। এ ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।

তারও আগে, বিএনপির জাতীয় কাউন্সিলের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সোহরাওয়ার্দী উদ্যান- এই তিনটি স্থান চেয়ে গত ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি।

কাউন্সিলের ভেন্যু হিসেবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনকে ‘ছোট’ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, ‘বিএনপির মতো দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এতো ছোট পরিসরে কাউন্সিল করা খুবই দুরূহ ব্যাপার। আমরা কাউন্সিলর ও ডেলিগেটদের স্বাচ্ছন্দে বসার জন্য বরাদ্দকৃত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চৌহদ্দির পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ বরাদ্দ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করছি।’ এ ব্যাপারে গণপূর্ত অধিদপ্তরকে আবারো চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, ‘কাউন্সিল সফলে গঠিত আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি বহির্বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের নেতাদের আমন্ত্রণ জানায়। কিন্তু দেরি করে স্থান বরাদ্দের কারণে বিদেশি নেতাদের আমন্ত্রণের সময় কাউন্সিলের স্থান সম্পর্কে অবহিত করতে পারেনি। স্থান বরাদ্দ পাওয়ার পর দ্রুত আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি বিদেশি নেতাদের সেটি অবহিত করে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘জাতীয় কাউন্সিলে বিদেশি নেতাদের অনেকেই উপস্থিত থাকবেন বলে ইতোমধ্যে আমাদের নিশ্চিত করেছেন। তবে সময়ের স্বল্পতার কারণে যারা উপস্থিত হতে পারবেন না তারা কাউন্সিলের সাফল্য ও শুভ কামনা জানিয়েছেন।’

কাউন্সিলের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী আহমেদ আরো বলেন, ‘শৃঙ্খলা ও সেবা উপ-কমিটি তাদের অধীনে অনেকগুলো সাব-কমিটি গঠন করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আগামী ১৫ মার্চ তারা চূড়ান্ত রূপরেখা দিবেন এবং ১৮ মার্চ সংশ্লিষ্ট সকলকে তারা দায়িত্ব অর্পণ করবেন।’

এছাড়া আপ্যায়ন উপ-কমিটির অন্তর্ভুক্ত সকল সদস্যকে ২০টি উপ-ভাগে ভাগ করে তাদেরকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা কাউন্সিলের দিন খাদ্য, পানীয়, ভ্রাম্যমাণ টয়লেট ও আনুষঙ্গিক অন্যান্য দ্রব্যাদি সরবরাহ করবেন।

চিকিৎসা ও সেবা উপ-কমিটি ইতোমধ্যে দু’টি সভা করেছে। সেখানে ৬টি সাব-কমিটি করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। কাউন্সিলের দিন ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। এছাড়া সেখানে ডাক্তার, প্যারামেডিক্স, নার্স, স্বেচ্ছাসেবকসহ ২৬৬ জন সেবা প্রদান করবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল