ইটভাটা দেখতে দিয়ে চুল্লিতে প্রাণ গেল ২ বোনের, দেখুন…(ভিডিও সহ)
দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় চুল্লির আগুন নিভিয়ে বের করা হয় শিশুদের দেহাংশ। উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর চালায় ভাটার ম্যানেজারের অফিসে।
ইটভাটা-লাগোয়া শ্রমিক আবাসনে থাকত ওরা। মা, বাবা ইটভাটারই শ্রমিক। আজ সকালে খেলতে খেলতে চুল্লির কাছে এসে পড়ে তিন বছরের স্বপ্না, পিছনেই ছিল তার দিদি নন্দিনী। কিছু বোঝার আগেই ঢাকনাবিহীন চুল্লিতে পড়ে যায় বোন স্বপ্না আর তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তারও।
রবিবার সকালে হুগলির পান্ডুয়ার তিন্না এলাকার একটি ইটভাটায় এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে শ্রমিক মহল্লায়। জানা গিয়েছে, ইটভাটার চুল্লির ঢাকনাটি ছিল প্লাস্টিকের।
প্রচণ্ড তাপমাত্রায় সেটি কয়েকদিন আগেই নষ্ট হয়ে যায়। শ্রমিকরা কিছু দিন ধরেই মালিককে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আর তার জেরেই প্রাণ গেল ফুটফুটে দু’টি শিশুর। স্বপ্না ও নন্দিনী রাজবংশির।
দুর্ঘটনার পরেই উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর চালায় ভাটার ম্যানেজারের অফিসে। পুলিশ এলে ক্ষতিপুরণের দাবিতে তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় চুল্লির আগুন নিভিয়ে বের করা হয় শিশুদের দেহাংশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন