ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার দরজা খুলে দিয়েছেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার দরজা খুলে দিয়েছেন- সে জন্য তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। ডিজিটাল বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার ও প্রতিশ্রুতি এই তিনটির জন্য শেখ হাসিনাও চির স্মরণীয় হয়ে থাকবেন। শেখ হাসিনার সরকার কানে শোনে, চোখে দেখে খালেদা জিয়া কানে তুলো দিয়ে থাকে।’
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৭ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
যশোর কাস্টমস কমিশনার জামালের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাহবুবুর রহমান, কাস্টম কমিশনার শওকাত হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ড.এম আবদুস সাত্তার, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, চিত্রনায়ক ফারুক, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ও বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
এর আগে বেনাপোল বন্দর এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন