ইতিহাসের সামনে দাঁড়িয়েও ‘নির্লিপ্ত’ হাসিব
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নামলেই হাসিব হামিদ হয়ে যাবেন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ওপেনার। এমন মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়েও হাসিব উল্লাসে ভেসে যাচ্ছেন না। পরিবার থেকে শিখে আসা আদর্শ বুকে লালন করে স্থির থাকছেন তিনি।
গতকাল বাংলাদেশ সফরের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। সেই দলে হাসিব ছাড়াও আছেন আরো দুই নতুন মুখ-জাফর আনসারি এবং বেন ডাকেট।
তিন তরুণই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। হাসিব মাত্র ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেললেও প্রধান নির্বাচক হোয়াইটেকার বলছেন, ‘হামিদের ডিএনএতেই রান করার অভ্যাস আছে।’
দলে ডাক পাওয়ার কথা শুনে তাৎক্ষণিকভাবে হাসিব বলেছিলেন, ‘সত্যিকার অর্থে আমি সমর্থনময় একটি পরিবার পেয়েছি, যারা আমাকে শিখিয়েছে বয়স ১৯ হলেও তুমি যোগ্য। তুমি সব আলোচনা কেড়ে নিতে পারো এবং নিজেকে হারিয়েও ফেলতে পারো।’
‘তারাই আমাকে মাটিতে রাখছেন। এমনকি ছেলেবেলা থেকেও তারা আমাকে শিখিয়েছে সব প্রশংসার ভেতর বেশি মাথা খাড়া করতে নেই।’
‘সরল’ হাসিব কথা বলতে বলতে বাংলাদেশি বোলারদের জন্য একটা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন, ‘আমি সব সময় আমার উইকেটের ওপর গুরুত্ব দেই। প্রতিপক্ষ বোলারদের কাছে সহজে আমি পরাজিত হই না। আমি নিশ্চিত টেস্ট বোলাররা আমাকে টার্গেট করবে। কিন্তু আমি একই আদর্শ নিয়ে খেলে যাবো।’
হাসিবের শারীরিক গড়ন বেশ ছোটোখাটো। প্রথম দর্শনে তাকে স্কুলের বালক বলেই মনে হবে। হাসিব নিজেও সেটা জানেন, ‘যদি আমাকে দেখেন, তবে বুঝবেন অন্যদের মতো আমার শারীরিক শক্তি নেই। তাই আমি টাইমিংয়ের ওপর বেশি জোর দেই। সেই সঙ্গে ধৈর্য নিয়ে ক্রিজে পড়ে থাকি। আমি মনে করি ব্যাটিংয়ের মৌলিক জ্ঞানে আমি শক্তিশালী। আমি আমার মতো করেই খেলে যাবো।’ডেইলিমেইল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন