ইন্টারনেটই তরুণীকে পৌঁছে দিচ্ছে তাঁর স্বপ্নের দেশে!
চীনে বেড়াতে যাওয়ার স্বপ্ন ছিল মেয়েটির৷ কিন্তু সামর্থ ছিল না৷ দুধের সাধ ঘোলে মেটাতে ফটোশপকেই হাতিয়ার করেছিলেন৷ চীনের প্রাচীরের সামনে নিজের ছবি সেঁটে দিয়েছিলেন৷ কিন্তু কে জানত, এই খামখেয়ালিপনাই তাঁকে একদিন এনে দেবে চীনে যাওয়ার সুযোগ! ফটোশপের ছবির কারণে যে নেটদুনিয়ায় মজার খোরাক হয়েছিলেন তিনি, সেই ইন্টারনেটই তাঁকে শেষমেশ পৌঁছে দিচ্ছে তাঁর স্বপ্নের দেশে৷
কেনিয়ার বাসিন্দা সিভলিন গ্যাট৷ সারা দুনিয়া ঘুরে বেড়ানোর স্বপ্ন তাঁর৷ কিন্তু স্বপ্ন সত্যি করার মতো রসদ ছিল না৷ হাতে ছিল ফটোশপ৷ সঙ্গী পেলেন কিছু সহকর্মীকে৷ তাঁরাই সিভের স্বপ্নপূরণ করতেন৷ চীনের প্রাচীর থেকে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ানো কিংবা ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাজমহলের প্রেক্ষাপটে ছবি তোলা-সব সাধই পূরণ করেছিল ফটোশপ৷ সে ছবি ইন্টারনেটে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চলেছিল তুমুল হাসিমজা৷ সে সব অবশ্য গায়ে মাখেননি সিভ৷
যে ইন্টারনেট তাঁক মজার খোরাক বানিয়েছিল, সেই ইন্টারেনটই তাঁর স্বপ্নপূরণের ব্যবস্থা করে দিল৷ তাঁর এই স্বপ্নের কথা জানতে পেরে কেনিয়ার এক ব্যবসায়ী তাঁকে চিনে বেড়াতে নিয়ে যাচ্ছেন৷ সাম ঘিচারু নামে ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিনি নিজে স্বপ্ন দেখতে ভালবাসেন৷ আর তাই সিভের স্বপ্ন তাঁকে নাড়া দিয়েছে৷ সিভের বাবা কৃষক৷ তাই তাঁর সামর্থ নেই৷ কিন্তু মিঃ ঘিচারুর আছে৷ আর তাই একজন স্বপ্নদেখা মানুষ হিসেবে আর এক স্বপ্নদেখা মানুষকে তিনি স্বপ্নপূরণের লক্ষ্যে পৌঁছে দিতে চাইছেন৷
নেটদুনিয়ার হাসিমজা আখেরে শাপে বর হল সিভলিনের কাছে৷ স্বপ্নের চীনে বেড়াতে যাওয়ার জন্য এখন পাসপোর্ট তৈরিতে ব্যস্ত তিনি৷
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন