ইভিএমে আপত্তি, ইসি মাহবুব তালুকদারের সভা বর্জন
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশন সভা চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আপত্তি জানিয়ে বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চতুর্থ তলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভা কক্ষে বৈঠকটি শুরু হয়।
এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে মাহবুব তালুকদার বৈঠক বর্জন করে পঞ্চম তলায় নিজ কক্ষে ফিরে আসেন। ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে তিনি নোট অব ডিসেন্ট দেন বলে ইসি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনার সভা বর্জনের পর তার অফিসের একজন সহকারীকে দিয়ে নোট অব ডিসেন্টের কপি সিইসির কাছে পৌঁছাতে আনুষ্ঠানিকভাবে ডেসপ্যাচে জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, স্যার, বিকেল ৩টায় এ বিষয়ে কথা বলবেন।
বৈঠকের চিঠি অনুযায়ী, বৃহস্পতিবার আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম সভার মুলতবি বৈঠক হওয়ার কথা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন