ইভিএমে আপত্তি, ইসি মাহবুব তালুকদারের সভা বর্জন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশন সভা চলাকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) আপত্তি জানিয়ে বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চতুর্থ তলায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভা কক্ষে বৈঠকটি শুরু হয়।
এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে মাহবুব তালুকদার বৈঠক বর্জন করে পঞ্চম তলায় নিজ কক্ষে ফিরে আসেন। ইভিএম নিয়ে আপত্তি জানিয়ে তিনি নোট অব ডিসেন্ট দেন বলে ইসি সূত্রে জানা গেছে।
নির্বাচন কমিশনার সভা বর্জনের পর তার অফিসের একজন সহকারীকে দিয়ে নোট অব ডিসেন্টের কপি সিইসির কাছে পৌঁছাতে আনুষ্ঠানিকভাবে ডেসপ্যাচে জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসি মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, স্যার, বিকেল ৩টায় এ বিষয়ে কথা বলবেন।
বৈঠকের চিঠি অনুযায়ী, বৃহস্পতিবার আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম সভার মুলতবি বৈঠক হওয়ার কথা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন