ইমরুলের রাজসিক শতক

ইংল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুণ পারফর্ম করেছেন ইমরুল কায়েস। ৮১ বলে ৯ চার ও ৪টি ছয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ইমরুল। শেষ পর্যন্ত ৯১ বলে দলকে ১২১ রানের রাজসিক ইনিংস উপহার দিয়েছেন ইমরুল। ১১টি চার ও ৬টি ছয়ে তিনি তাঁর ইনিংসটি সাজান।
ইমরুলের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকেই এগোচ্ছে বিসিবি একাদশ। এর আগে ব্যাট হাতে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। ১৩ বল থেকে ৭ রান নিয়ে সাজঘরে ফিরে যান তিনি।
আজও ফর্মে ফেরার সুযোগটা হাতছাড়া করলেন সৌম্য। তবে টিকে থাকার জন্য লড়াই চালিয়ে গেছেন ইমরুল। আর দলে ডাক পাওয়ার চ্যালেঞ্জ নাসির ও আল আমিনের।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশের অধিনায়ক নাসির হোসেন। একাদশে রয়েছেন মুশফিকুর রহিমও। সুযোগ পেয়েছেন নেট বোলার মোহাম্মদ মানিক।
বিসিবি স্কোয়াড:
নাসির হোসেন (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শুভাগত হোম চৌধুরী, আল-আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ মানিক ও আলাউদ্দিন বাবু।
ইংল্যান্ড স্কোয়াড:
জশ বাটলার (অধিনায়ক), জেসন রয়, মঈন আলী, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন