ইলিশ লুটের অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে !
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট বাজারে হিমাগারের তালা ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার বিরুদ্ধে ২০০ ইলিশ লুট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা জানান, বৃহস্পতিবার রাতে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনা করা হয়। তিনিই বিষয়টি তদন্ত করছেন। আজ সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত শেষে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হবে।
গত ৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজেকে এনডিসি পরিচয় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে অপর ছয় ব্যক্তিকে নিয়ে মতিরহাট বাজারে একটি হিমাগারের তালা ভাঙেন। পরে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ২০০ ইলিশ নিয়ে আসেন। পহেলা বৈশাখে ভালো দাম পাওয়ার আশায় গত ফেব্রুয়ারি মাসে ওই হিমাগারে মাছগুলো ১২ জন ব্যবসায়ী মজুদ রাখেন বলে দাবি করা হয়। ওই মাছের বর্তমান বাজার দর প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বৃহস্পতিবার হেলাল উদ্দিন পাটোয়ারী নামের এক ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট সোহেল রানা দাবি করেন, তিনি ওই এলাকায় ঘুরতে গিয়ে মাছগুলো জব্দ করেন। পরে তিনটি এতিমখানায় মাছগুলো বিতরণ করেন।
তবে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা গণমাধ্যমকর্মীদের জানান, বুধবার রাতে কমলনগর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ওই ম্যাজিস্ট্রেটকে কোনো অনুমতি নেননি। অভিযান পরিচালনার বিষয়টিও তাঁদের জানানো হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন