ইসলাম ধর্মাবলম্বী হয়েও ‘দুর্গা-কালী’র সঙ্গে নিবিড় সম্পর্ক এখানকার মানুষের, জানুন কীভাবে

হাওড়ার পার্বতীপুরের অধিকাংশ বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী হলেও একটি বিশেষ কারণে হিন্দু দেবদেবীর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে এঁদের।
এ বার সেপ্টেম্বরেই পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। থিম পুজোর উদ্যোক্তারা কোমর বেঁধে নেমে পড়েছেন। শহর জুড়ে ছেয়ে যাওয়া হোর্ডিংয়েই সেটা স্পষ্ট। পাশাপাশি পিছিয়ে নেই সাবেকি পুজোর ভাবনাও।
কুমোরটুলিতে উঁকি দিলেই বোঝা যায় শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। ঠিক এই সময়ে যদি হাওড়ার পার্বতীপুরে যাওয়া যায়, তা হলে দেখা যাবে সেখানকার চিত্রটাও চমকপ্রদ। ইসলাম ধর্মাবলম্বী হয়েও এখানকার বাসিন্দারা দুর্গাপুজোর প্রস্তুতিতে ব্যস্ত। শুনতে অবাক লাগছে?
আপনার কৌতূহল মেটাবে স্বল্প দৈর্ঘ্যের একটি তথ্যচিত্র। উত্তর দিচ্ছেন অরিত্রিক ভট্টাচার্য, শৌর্য দেব ও অর্কময় দত্ত মজুমদার। তাঁরাই তৈরি করেছেন ছবিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে এই তথ্যচিত্র।
ইসলাম ধর্মাবলম্বী পার্বতীপুরের অধিকাংশ বাসিন্দাই প্রতিমার চুল তৈরির পেশায় যুক্ত। তাঁদের জীবনই ফুটে উঠেছে ২ মিনিট ৩০ সেকেন্ডের এই তথ্যচিত্রে।
জানা গিয়েছে, প্রতিবছর প্রায় তিরিশ হাজার প্রতিমার চুল বাংলার এই ছোট্ট গ্রাম থেকেই সরবরাহ করা হয়। পেশার কারণে তাই মুসলমান হয়েও হিন্দু দেবদেবীর সঙ্গে নিবিড় সম্পর্ক এঁদের।
কখনও গ্রামে গেলে রাস্তার দু’ধারের দৃশ্য দেখে অবাক হতে পারেন। মাটির উপর, বাঁশের খাঁচায় সারিবদ্ধভাবে চুল শুকোচ্ছে। এই চুল তৈরির প্রধান উপাদান পাট। এখন দেখে নিন কীভাবে প্রতিমার চুল প্রস্তুত করেন পার্বতীপুরের বাসিন্দারা-
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন