‘ইসি নিয়ে’ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক কাল
বিএনপির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, নির্বাচন কমিশন গঠনের (ইসি) বিষয়টিই বৈঠকে প্রাধান্য পাবে। এ সংক্রান্ত ব্যাপারে গত মাসেও একবার বৈঠক করে স্থায়ী কমিটি।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন ইসি গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা। এর একদিন আগেই দলের স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করলেন খালেদা জিয়া।
আগামী সপ্তাহেই মেয়াদ শেষ হচ্ছে রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের। বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সার্চ কমিটির।
ওই সার্চ কমিটি নিবন্ধিত সব রাজনৈতিক দলের কাছে কমিশনের জন্য ব্যক্তিদের নাম চায়। নির্বাচন কমিশনের জন্য বিএনপি পাঁচ সদস্যের নাম প্রস্তাব করে।
এর আগে নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ১৮ ডিসেম্বর প্রথম বিএনপিকেই আলোচনার জন্য আমন্ত্রণ জানান তিনি। খালেদা জিয়া বিএনপির পক্ষে ওই বৈঠকের নেতৃত্ব দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন