ইয়াবার সর্ববৃহৎ চালানসহ আটক ৩
ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে ২৮ লাখ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। এসময় একটি মাছ ধরার কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে। যেটিকে বাংলাদেশের ইতিহাসে ইয়াবার সর্ববৃহৎ চালান আটক বলে দাবি করছেন র্যাব কর্মকর্তারা।
চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমান বন্দর রেল স্টেশন এলাকায় রোববার সারা দিন-রাত অভিযান চালিয়ে এই চালান আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিইও লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গতকাল দিনে চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহমেদ নামে একজনকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যে রোববার রাতে ঢাকা বিমান বন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দুইজনসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করা হয়েছে। গণনা করা দেখে গেছে ইয়াবার পরিমাণ প্রায় ২৮ লাখ পিস।’
এদিকে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ বলেন, ‘ইয়াবা চালানের বিষয় নিয়ে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ঢাকা র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন