ইয়াবাসহ ফের আটক পাবনার সেই ভূমি কর্মকর্তা
পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার উপ-সহকারী ইউনিয়ন ভূমি অফিসার (সাময়িক বরখাস্ত) আলোচিত মাদকসেবী ও ব্যবসায়ী ইবাদুর রশিদকে (৫০) ইয়াবা ট্যাবলেটসহ ফের পুলিশ আটক করেছে। থানার ওসি (তদন্ত) জিএম মিজানুর রহমান জানান, গোপন খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে পৌর সদরের ছোটশালিখা মহাশ্মশান সড়কের সাইকেলহাট এলাকা থেকে এসআই মনসুর, এসআই এরশাদ মিয়া, এসআই আকতারুজ্জামান, এএসআই রাজীবুল, এএসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ ইবাদুর রশিদকে আটক করেন।
এ সময় তার শরীর তল্লাশি করে সিগারেটের প্যাকেটে রাখা ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, ইবাদুর রশিদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাটমোহর থানায় ১ টি ও পাবনা সদর থানায় ১ টি মাদকের মামলা রয়েছে।
পাবনার সুজানগরের রানীনগর ইউনিয়নের এই ভূমি উপ-সহকারী কর্মকর্তা ইবাদুর রশিদ গত বছর ১৪ ডিসেম্বর চাটমোহর উপজেলার গুনাইগাছা থেকে ইয়াবা ট্যাবলেটসহ আটক হন। চলতি বছরও ২৫ ফেব্রুয়ারি রাতে পাবনা সদরের জহিরপুর তিলাপাড়া এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির সরঞ্জামসহ আটক করে পাবনার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন