ঈদে নতুন গান নিয়ে নিয়ে আসছেন মিলা

গত বছরের রোজার ঈদে ‘নাচো’ গানের মাধ্যমে নতুন গানে প্রত্যাবর্তন ঘটে জনপ্রিয় পপ তারকা মিলার। এটি ছিল বছরের অন্যতম আলোচিত গানও। এত দীর্ঘ সময় পর গানে ফেরার পরও শ্রোতা-দর্শক সাদরে গ্রহণ করেন মিলাকে।
গানটির ভিডিওতে বরাবরের মতো পারফর্ম করেন তিনিই। তার অসাধারণ পারফরম্যান্স গানটিতে নতুন মাত্রা প্রদান করে। এরপর অবশ্য নতুন গানে আর পাওয়া যায়নি মিলাকে। তাও প্রায় এক বছর হতে চললো। এ সময়টায় অবশ্য স্টেজ ব্যস্ততায় কেটেছে মিলার।
বর্তমানে দেশ বিদেশের স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। পাশাপাশি নতুন গান নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। গান নিয়ে স্টুডিওতে গবেষণা করেই মিলার বেশিরভাগ সময় কাটে। এ বিষয়ে তিনি বলেন, আসলে আমি যখন গান প্রকাশ করিনি তখনও স্টুডিওতে আমার এক্সপেরিমেন্ট চলেছে। ভালো ও নতুন কিছু দিতে না পারলে তো আসলে লাভ নেই। সেদিকেই মনোযোগ বেশি আমার। এখনও গান নিয়ে প্রতিদিন বসছি স্টুডিওতে। এক্সপেরিমেন্ট করছি। ভালো কিছু গান তৈরির চেষ্টা চলছে। আমার বিশ্বাস শ্রোতারা এসব গানে নতুনত্ব খুঁজে পাবেন।
তাহলে নতুন গান কবে নাগাদ প্রকাশ হচ্ছে? উত্তরে মিলা বলেন, আসলে আমি অকেশনের কথা ভেবে গান করছি না। কখনও করিও না। যখন মনে হয়েছে গান প্রকাশের সময় হয়েছে তখনই তা প্রকাশ করেছি। তবে এবার আশা করছি কোরবানি ঈদ নাগাদ শ্রোতাদের হাতে নতুন গান তুলে দিতে পারবো।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন