উত্তরায় বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় গ্যাস পাইপ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৫ জন। এদের মধ্যে এক জন মারা গেছে। দগ্ধদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
ওই বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে সাইনীল বিন নেওয়াজ (১৪) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
জানা যায়, সকালে সাড়ে ৬টার দিকে পশ্চিম উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ভবনের ৪র্থ তলার রান্নাঘরে লিকেজ হওয়া গ্যাসপাইপ বিস্ফোরিত হয়। এতে ওই বাসার শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া (৪০), তাদের সন্তান শালিল ওরফে জাহিদ (১৫), জারিফ (১১) ও জারান (১৪) মারাত্মক দগ্ধ হয়। সকাল সোয়া ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন মনিরুজ্জামান।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, বিস্ফোরণের আগুনে শাহনেওয়াজ ও সুমাইয়ার শরীরের ৯০শতাংশ, ছেলে জাহিদের ৮৮ শতাংশ এবং জারিফ ও জারানের ৭৪ শতাংশ করে পুড়ে গেছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন