উত্ত্যক্তের প্রতিবাদ করায় নববিবাহিত যুবক খুন
বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রামে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নববিবাহিত এক যুবক খুন হয়েছেন। তাঁর নাম সনাতন চন্দ্র মদক (২৮)।
একই এলাকার নিবারণ চন্দ্র দাস জানান, সনাতন মাত্র এক মাস আগেই বিয়ে করেছিলেন। তাঁর বাড়ি উপজেলার গণ্ডগ্রাম হিন্দুপাড়ায়।
শনিবার রাত ১১টার দিকে গণ্ডগ্রাম কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠান চলছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রাতেই দুজনকে আটক করেছে।
পুলিশ জানায়, গণ্ডগ্রাম কালীবাড়িতে গত শুক্রবার ভোরে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর শুরু হয়। শনিবার রাত ১১টার দিকে হরিবাসরে যাওয়া নারীদের উত্ত্যক্ত করে স্থানীয় কিছু যুবক। এ সময় রতন নামের এক যুবক প্রতিবাদ করলে তাঁকে মারধর করে উত্ত্যক্তকারীরা। এ সময় রতনের ভগ্নিপতি সনাতন মদক তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকে ছুরিকাঘাত করা হয়।
স্থানীয় লোকজন সনাতনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, হরিবাসরে যুবক খুনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাঁরা লাশ নিয়ে আজ সকালে মেডিকেল চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, এর আগেও হিন্দুদের ওপর নির্যাতন হয়েছে। এবার হরিবাসরে আবারও হিন্দু যুবককে খুন করা হলো। প্রশাসন হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। হিন্দুদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন