‘উদযাপনে সীমা অতিক্রম করেছিল বাংলাদেশ টিম’
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের রিভিউ আবেদন নিজেদের পক্ষে আসার পর বুনো উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ। দলের সব ক্রিকেটার যেভাবে উদযাপন করেছেন, তা পছন্দ হয়নি বাটলারের। এ কারণে মাঠেই ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ইংলিশ অধিনায়ক।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘উদযাপনে সীমা অতিক্রম করেছিল বাংলাদেশ। তারা যেভাবে উদযাপন করেছিল এবং আমার দিকে তেড়ে এসে বিদায় নিতে বলছিল, তা খুবই দৃষ্টিকটূ লাগছিল। উইকেট পেয়েছিল বলে অনুভূতি অনেক বেড়ে গিয়েছিল। যেটা হয়েছে সেটা আপনারাও ভালো দেখেছেন। আমার হয়ে বিচারও করতে পারবেন।’
বাটলার আরো বলেন, ‘আমি হয়ত কিছু না বলে ফিরে আসতে পারতাম। একসঙ্গে পুরো দল উদযাপন করবে এটাই বাস্তবতা। কিন্তু খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়তি কিছু করবে সেটা মানা কষ্টকর।’
ম্যাচের পর ইংল্যান্ড ড্রেসিং রুমের সামনে তর্কে জড়িয়েছিলেন বেন স্টোকস ও তামিম ইকবাল। বাটলার জানিয়েছে তার সঙ্গে মাঠে ঘটা কাণ্ডের কারণে হতাশ স্টোকস। এ কারণে তামিমের সঙ্গে তর্কে জড়িয়েছেন স্টোকস।
এ সংক্রান্ত আরো নিউজ পড়ুন:
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন