উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ
টি-২০ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের ব্যাংককে চলমান টুর্নামেন্টে রুমানাদের ৬৪ রানে পরাজিত করে ভারত।
ব্যাংককের তের্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ শনিবার টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন মিথালি রাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে। আর ১৯ রান করেন হারমানপ্রীত কাউর। বাকিরা দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাংলাদেশের পক্ষে খাদিজাতুল কুবরা ৪ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও রিতু মনি।
এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভার খেলে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারতীয় বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগ্রেসরা। দলের দুই ওপেনার সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ব্যাট হাতে ব্যর্থ। ১ রান করেছেন সানজিদা, আর নিগার তো রানের খাতাই খুলতে পারেননি। তিনে ব্যাট করতে নামা শায়লা শারমিন ৩৬ বলে সর্বোচ্চ ১৮ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফেরা সালমা খাতুন।
৩ উইকেট নিয়ে সেরা বোলার পুনম যাদব। দুটি করে উইকেট নিয়েছেন আনুজা পাতিল ও ঝুলন গোস্বামী। একটি করে উইকেট পকেটে পুরেছেন একতা ও মানসী। আগামী ২৮ নভেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন