‘উমর আকমলকে দল থেকে ছেঁটে ফেলুন’

পাকিস্তানের উমর আকমল ও ভারতের বিরাট কোহলি প্রায় একই সময় জাতীয় দলে ঢোকেন। তখন দু’জনকে সমপর্যায়ের খেলোয়াড় মনে করা হলেও সময়ের ব্যবধানে দু’জন এখন দুই মেরুতে। কোহলি বিশ্বসেরা ব্যাটসমানের একজনে পরিণত হয়ে উঠেছেন। অন্যদিকে উমর আকমল তার ক্রমাগত উগ্র আচরণের কারণে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দল থেকেই। তাকে রীতিমত দল থেকে ছেঁটে ফেলার পরামর্শ দিলেন সাবেক কোচ ওয়াকার ইউনুস।
অনেক সম্ভাবনা নিয়ে পাকিস্তান ক্রিকেট দলে অন্তর্ভুক্ত হন উমর আকমল। কিন্তু তার উগ্র আচরণের জন্য বারবার খবরের শিরোনার হচ্ছেন। কখনও পুলিশের গায়ে হাত দিয়ে, কখনও কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আবার সম্প্রতি অনুষ্ঠানে গিয়ে নর্তকীর সাথে ঝামেলায় জড়ান। আকমলের বাজে প্রভাব অন্য খেলোয়াড়দের ওপর পড়বে বলে মনে করে তাকে জাতীয় দল থেকে বাদ দেয়ার পরামর্শ দেন ওয়াকার।
আকমলের আচরণের জন্য ওয়াকার তাকে দল থেকে ছেঁটে ফেলার সুপারিশ করে ওয়াকার বলেন, ‘অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সায়মন্ডস কিংবা ইংল্যান্ডের কেভিন পিটারসের অনেক প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু বাজে আচরণের কারণে তাদের দল থেকে বাদ দেয়া হয়। এমন কি পরে তাদেরকে আর দলেই নেয়া হয়নি। তবে আমরা কি কোনো খেলোয়াড়ের ব্যাপারে সাহসী হবো না? নাকি মিডিয়া ও নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে খেলানোর বিভিন্ন মহলের চাপকে মাথা পেতে নেবো?’
তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি- এক উমর আকমলকে দল থেকে ছেঁটে ফেলুন, পাকিস্তান ক্রিকেটে অনেক উন্নতি হবে। তাকে বাদ দিলে আমরা এমন কিছু খেলোয়াড় পাবো যারা সত্যিকারে পাকিস্তান ক্রিকেটকে ভালোবাসে।’
এর আগে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের চরম ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন কোচ ওয়াকার ইউনুস। পদত্যাগের পর দলের ব্যর্থতার কারণ জানতে চেয়ে ওয়াকারকে একটি প্রতিবেদন জমা দিতে বলে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। জমা দেয়ার পরের দিনই প্রতিবেদনটি ফাঁস হয়ে যায়। তখন জানা যায়, প্রতিবেদনে উমর আকমল ও আহমেদ শেহজাদের আচরণ নিয়ে তিনি অভিযোগ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন