উলঙ্গ হয়ে মৌমাছি জড়িয়ে নাচ সুন্দরীর!
একটা মৌমাছির কামড় জান কাহিল করে দিতে পারে৷ সেই মৌমাছি শরীরে জড়িয়ে নৃত্য করে তাক লাগিয়ে দিল এক মধ্য বয়স্কা মহিলা৷তাও আবার ১২ হাজার মৌমাছি৷ অঙ্গে কোনও রকম সুতোর চিহ্নমাত্র না রেখে দিনের পর নাচ করে চলেছেন ৪৪ বছরের এই মহিলা৷
আমেরিকার অরিগনের বাসিন্দা সারা নিজেকে মৌমাছিদের রানি বলে মনে করেন৷ নগ্ন শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলা সারার সখ৷ ফটোগ্রাফার হোলি বিলমেথ তার ছবিও তুলেছেন৷ এই ছবিতে সারা নিশ্চিন্তেই দাঁড়িয়ে আছেন এবং তার গলা থেকে কোমড় পর্যন্ত বসে আছে হাজারো মৌমাছি৷
সারা পেশায় একজন শিল্পী এবং হিলার (আধ্যাত্মিক উপায়ে যারা চিকিৎসা করেন)৷ ২০০১ সালে মৌমাছি নিয়ে এমন এক্সপেরিমেন্ট শুরু করেন সারা৷ আসলে এমন করে তিনি মৌমাছিদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন৷ মৌমাছিদের নিজের শরীরে বসিয়ে সারা নাচও করেন৷
নিজের এক ওয়েবসাইটে সারা লিখেছেন, ‘আমি মৌমাছিদের সঙ্গে আধ্যাত্মিক নাচ করি, এতে আমি শান্তি পাই৷ ১২ হাজারেরও বেশি মৌমাছি আমার শরীরে ভর দেয় এবং আমি তার প্রতিরোধ করি৷ এরপর আমি প্রতিরোধ বন্ধ করে দেই এবং এতে আমি নিজেকে খুব হালকা অনুভব করি৷’ তিনি আরও জানান যে এটি এক ধরনের মেডিটেশন, এর সাহায্যে মস্কিষ্ককে কাবু করা যায় এবং নিজেকে ভারবিহীন মনে হয়৷
মৌমাছিদের আকর্ষণ করার জন্য সারা নিজের শরীরে ফেরোমেন তেল লাগিয়ে নেন৷ এর গন্ধ ১০০ রানি মৌমাছির মতো৷ মৌমাছি গায়ে বসার পর সারা দুই থেকে তিন ঘন্টা নাচ করতে পারেন৷ এরপর অন্য ব্যাক্তির সাহায্যে সারা এগুলিকে নিজের শরীর থেকে সড়িয়ে নেন৷ যদিও ইউ টিউবে একটি ভিডিওতে সারা এটিকে বাড়িতে করারই পরামর্শ দিয়েছেন৷ সারা আরও বলেছেন, ‘প্রকৃতিতে থেকে ভয় পাওয়ার কিছু নেই৷’ যদিও সারা জানিয়েছে এই কাজের প্রথম দিকে ব্যথা অনুভব হতে পারে তবে পরে তা একেবারেই কমে যাবে৷
Advertisement
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন