এই চীনা নারীরা জীবনে চুল কাটেন একবার

নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তাঁরা। পানি দিয়েই নিয়মিত চলে চুলের পরিচর্যা। ইতিমধ্যে সাত ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন এক নারী। এছাড়া ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা। এই চুলের দৈর্ঘ্য নিয়ে দৈনন্দিন কাজকর্মও করে থাকেন তাঁরা।
এঁদের দেখে মনে হতেই পারে যে, ‘চুল দিয়ে যায় চেনা’। প্রায় দু’হাজার বছরের নিয়ম আজও চলে আসছে চীনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে। এ গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সব মহিলা জীবনে একবারই চুল কাটেন। তাঁদের নিয়মে বলা আছে, ১৮ বছর বয়সে একবারই চুল কাটা যাবে। তবে তা জীবনে ওই একবারই। ফলে তাঁদের চুলও বেড়ে চলে আপন খেয়ালে।
পাশাপাশি এ-ও ভারি অদ্ভুত বিষয়, তাদের চুলের যত্ন করতে শ্যাম্পু, তেল, কন্ডিশনার কোনো কিছুই দরকার হয় না। তাহলে তাঁরা চুলের য্ত্ন নেন কীভাবে? নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তাঁরা। পানি দিয়েই নিয়মিত চলে চুলের পরিচর্যা। ইতিমধ্যে সাত ফুট লম্বা
চুলের রেকর্ড করেছেন এক মহিলা। এছাড়া ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা। এই চুলের দৈর্ঘ্য নিয়ে দৈনন্দিন কাজকর্মও করে থাকেন তাঁরা।
আজ চারিদিকে যখন চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, নিত্যনতুন স্টাইল, কালার, কাটিং, স্ট্রেটনিং, কার্লিং—তখন এই নারীরা চুল নিয়ে চুলোচুলি করতে নারাজ। ভাবা যায়!
সূত্র: এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন