এই ছবিটি সাকিব-শিশিরের কন্যার নয়, সারিকার!
রবিবার রাত দু’টার দিকে পৃথিবীর আলো দেখেছেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কন্যা সন্তান। প্রথমবারের মত বাবা-মা হলেন এই দম্পতি।
সোমবার সকাল থেকেই এমন একটা ছবি পাওয়া যায় ফেসবুকে।
আর সোমবার সকাল থেকেই এই খবরে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের কয়েকটা গ্রুপে সাকিবের সদ্য জন্ম নেয়া কন্যার একটা ছবিও পাওয়া গেল। এমনকি, বেশ কয়েকটা অনলাইন গণমাধ্যমে সাকিবের কন্যার এই ছবিও চলে আসে।
গত ৪ মে কন্যার জন্ম হলে এই ছবি ফেসবুকে পোস্ট করেন সারিকা।
তবে, খোঁজ নিয়ে জানা গেল এই ছবির এই শিশুটি সাকিব-শিশিরের কন্যা নয়, মডেল ও অভিনেত্রী সারিকার। চলতি বছরের মে মাসের শুরতে সারিকা ও মাহিম করিম দম্পতির ঘরে জন্ম নেয়া কন্যা সন্তানের ছবি এটা।
২০১৪ সালের ১০ আগস্ট পারিবারিকভাবে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকার। এরপর এই বছরের চার মে প্রথমবারের মত না হন শোবিজ অঙ্গণের এই তারকা।
জানিয়ে রাখা ভাল, সোমবার রাতেই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাকিব।এমিরেটস এয়ারলাইন্সের ন’টা বেজে পাঁচ মিনিটে বাংলাদেশ ছেড়ে যাওয়া ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সব কিছু ঠিক ঠাক থাকলে বাংলাদেশ সময় রাত আটটা নাগাদ তিনি স্ত্রী-সন্তানের মুখ দেখতে পারবেন।
আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজে ভেরিফাইড পেজে সাকিব নিজেই জানিয়েছে, এই মুহূর্তে মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। লিখেছেন –
সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালবাসায়।
–
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন