এই মাএ পাওয়াঃ পাকিস্তানে আবরো হামলায় ৫৯ ক্যাডেট নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে জঙ্গি হামলায় ৫৯ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে অন্তত ১২০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই ক্যাডেট। সেনাবাহিনীর গুলিতে হামলাকারী তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।
সোমবার গভীর রাতে হামলাকারীরা কলেজটির হোস্টেলে ঢুকে পড়ে এবং সেখানকার বহু বাসিন্দাকে জিম্মি করে। এসময় পুলিশ প্রশিক্ষণ কলেজে ৭০০ ক্যাডেট ঘুমিয়ে ছিলেন।
পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, তিনজন জঙ্গি পুলিশ প্রশিক্ষণ কলেজের হোস্টেলে অতর্কিতে হামলা চালায়। পুলিশ হতে ইচ্ছুক ক্যাডেটরা এই হোস্টেলেই থাকেন। হামলায় অন্তত ৫১ জন ক্যাডেট নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৭ জন। পরে সেনাবাহিনী কলেজটিতে অভিযান চালিয়ে তিন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং জিম্মি ক্যাডেটদের উদ্ধার করা হয়েছে।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সারফরাজ আহমেদ বুগতি হামলার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কয়েক ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেছে। এবং তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে।
বিচ্ছিন্নতাবাদী ও কথিত ইসলামিক স্টেট উভয় দলই অতীতেও এরকম আরও হামলা চালিয়েছে।
গত অগাস্ট মাসেও কোয়েটার প্রধান হাসপাতালে এক হামলায় ৭০ জন মানুষ মারা যায়।
তবে গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ কলেজে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন