এই যুবককে কেউ দেখেছেন?
পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছিলেন ২৩ বছর বয়সী শেখ মোহাইমিন বিল্লাহ পিয়াল। হঠাৎ কমলাপুর স্টেশন থেকে হারিয়ে যান তিনি।
গত ২৯ ডিসেম্বর সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তিতাস এক্সপ্রেস ট্রেন ধরার জন্য অপেক্ষা করার সময় স্টেশন থেকেই হারিয়ে যান অটিস্টিক যুবক পিয়াল। গত চারদিনেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পিয়ালের ভাই পলিন জানিয়েছেন, ঘটনার দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য তিতাস এক্সপ্রেস ট্রেন ধরতে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন পিয়ালও। ট্রেন আসার পর তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় তাঁদের বাবা শেখ ওয়ালিউল্লাহ ও মা মানসুরা আক্তার লক্ষ করেন পিয়াল তাঁদের সঙ্গে নেই। এরপর স্টেশনে অবস্থানরত সবগুলো ট্রেনে খোঁজ করা হয়। খোঁজা হয় আশপাশের এলাকাতেও। কিন্তু কোথাও পিয়ালকে পাওয়া যায়নি।
ঘটনাটি প্রথমে কমলাপুর জিআরপি থানায় একটি ‘মিসিং কেস’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে আজ রোববার একই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
হারিয়ে যাওয়ার সময় পিয়ালের পরনে ছিল আকাশি রঙের ফুলহাতা সোয়েটার এবং নীল রঙের জিনস প্যান্ট। পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার পিয়ালের চুল ছোট করে ছাঁটা এবং দেহের গড়ন মোটা ধাঁচের। পিয়াল কিছুটা কুঁজো হয়ে হাঁটেন বলেও জানিয়েছেন তাঁর ভাই। এ ছাড়া অটিস্টিক হওয়ার কারণে পিয়াল ইচ্ছা না হলে কথা বলেন না বলেও জানান পলিন।
ঢাকা বা দেশের কোথাও পিয়ালকে দেখা গেলে ০১৭১৯২৯৬৭৫৯ অথবা ০১৭১১৩৪৬৪০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন