এই শহরে বই হয়ে উঠবে জীবন্ত, পাঠকের সঙ্গে কথা বলবে সরাসরি
গোটা শহরটাই গল্পে মোড়া, চরিত্রদের নিজেদের মুখ থেকে শুনে নিন দাস্তান।
অনেক সময়ই বই পড়তে পড়তে মনে হয়, যদি বইয়ের চরিত্রের সঙ্গে দেখা করা যেত! যদি তার মুখ থেকে সরাসরি গল্প শোনা যেত! এই ইচ্ছাই পূরণ করতে চলেছে ভারতেরই সংস্থা ‘হিউম্যান লাইব্রেরি’। লাইব্রেরি থেকে বই ধার করার বদলে, স্বয়ং একজন মানুষকেই ধার করে তাঁর থেকেই সরাসরি অভিজ্ঞতা শোনা যাবে।
হায়দরাবাদ থেকে যাত্রা শুরু করেছিল ‘হিউম্যান লাইব্রেরি’। এবার রাজধানীর মানুষও সরাসরি ‘মানুষ ধার করে’ গল্প শুনতে পারবেন। বই ধার করার বদলে, ২০ মিনিটের জন্য একজন ব্যক্তিকে ধার করে তাঁর জীবনের অভিজ্ঞতা শুনতে পারবেন শহরের মানুষ। আগামী ১৮ জুন দিল্লির মানুষই প্রথম ‘হিউম্যান লাইব্রেরি’ ইভেন্টের সাক্ষী হতে চলেছেন।
ওই দিন, দুপুর ২টো থেকে ৭টা পর্যন্ত এই ইভেন্ট চলবে। ইভেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকেই ১১ জন ‘হিউম্যান বুক’-এর মধ্যে থেকে নিজেদের পছন্দের ব্যক্তিকে বেছে নিতে পারবেন। ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ১১ জন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন ‘হিউম্যান লাইব্রেরি’-র কর্মীরা। বলার মতো গল্প এঁদের স্টকে অঢেল। দাঁড় করিয়ে শুনে নিতে যতক্ষণ।
‘হিউম্যান লাইব্রেরি’-র ইভেন্টে ৫০০-৬০০ মানুষ অংশ নেবেন। এক এক জন ‘হিউম্যান বুক’-এর সঙ্গে ২০ মিনিট করে সময় কাটাতে পারবেন। কথোপকথন শেষ না হলে অতিরিক্ত ৫ মিনিট পাওয়া যাবে। মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে তুলতে, এবং মানবিক অভিজ্ঞতার অনন্ত বিস্তারকে যাতে পাঠক আরও গভীর ভাবে বুঝতে পারেন তাই, ‘হিউম্যান লাইব্রেরি’ এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
‘হিউম্যান লাইব্রেরি’-র এই ধারণা প্রথম ডেনমার্কের কোপেনহেগেনের রনি আ্যবেরগেলের হাত ধরে শুরু হয়েছিল। তার পরে তা ভিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। স্মার্টফোন আর নেট-শাসিত বিশ্বে মনুষকে একবার মানুষের কথা মনে করিয়ে দেওয়ার জন্য এর চাইতে ভাল উপায় আর কী-ই বা হতে পারে?
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন