এই শৈশবেই বার্ধক্য এসে থাবা বসিয়েছে ওদের শরীরে। কিন্তু কেন?
অদ্ভুত দর্শনধারী দুই ভাই-বোনের থাকে রাঁচি। ওদের আর এক বোন আছে। সে সুস্থ স্বাভাবিক। কিন্তু কেশব কুমার (১৮ মাস) আর অঞ্জলি কুমারীই (৭ বছর) অদ্ভুতদর্শন। তাঁদের ত্বক কুঁচকে গিয়েছে।
এই দুই ভাই-বোনকে দেখলে অবাক হতে হবে। মনে হবে, তারা বৃদ্ধ। অথচ এখনও তো তাদের শৈশবই অতিক্রান্ত হয়নি। দেখে কে আর বলবে তা! পাড়াপড়শি, বন্ধুদের গঞ্জনা সহ্য করতে হয় দিনরাত।
কিন্তু এই দুই ভাই-বোনের দিন আর বদলায় না। যেমনটা দেখতে, তেমনটাই থেকে যায় দিনের পর দিন। চিকিৎসকও জবাব দিয়েছেন, এ হেন দশা আর কাটবে না।
অদ্ভুত দর্শনধারী দুই ভাই-বোনের থাকে রাঁচি। ওদের আর এক বোন আছে। সে সুস্থ স্বাভাবিক। কিন্তু কেশব কুমার (১৮ মাস) আর অঞ্জলি কুমারীই (৭ বছর) অদ্ভুতদর্শন। তাঁদের ত্বক কুঁচকে গিয়েছে। দেখলে পড়ে মনে হবে, বার্ধক্য এসে ধরা দিয়েছে তাদের শরীরে।
চিকিৎসাবিজ্ঞানে এই রোগের নাম কিউটিস লাক্সা। আর এহেন রোগের জন্য এই দুই ভাই-বোনের রোগ প্রতিরোধ ক্ষমতাও গিয়েছে কমে। এই বয়সেই অঞ্জলি ও কেশবের শরীরে বাসা বেধেছে নানা ব্যাধি।
পরিবারের অবস্থাও খুব একটা ভাল নয়। ফলে অ্যালোপ্যাথি চিকিৎসাও করা সম্ভব হচ্ছে না কেশব ও অঞ্জলির পরিবারের পক্ষে। একদিকে অসুস্থতা, অন্যদিকে স্কুলের সহপাঠীনীদের গঞ্জনা!
অঞ্জলি অভিযোগ জানিয়ে বলছিল, স্কুলে ছাত্রছাত্রীরা তাকে ঠাকুমা, বাঁদর, হনুমান বলে ডাকে। তাদের এই অদ্ভুত দর্শনের জন্যই এহেন কথা শুনতে হয়। চোখে জল নেমে আসে ওদের। কিন্তু করার তো কিছু নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন