একই সেটের প্রশ্নপত্র : বহিষ্কার ৭১ পরীক্ষার্থী, ১০ শিক্ষক
চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৭১ পরীক্ষার্থী ও ১০ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রটিতে শারীরিক শিক্ষা পরীক্ষা চলাকালে ওই ৮১ জনকে বহিষ্কার করে জেলা প্রশাসন।
বহিষ্কার হওয়া সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী।
আটক শিক্ষকদের মধ্য থেকে তিনজনকে এক মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা মাওলানা মাহমুদুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) উম্মে সালমা তানজিয়া জানান, শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষা চলছিল। লিখিত পরীক্ষা শেষে নৈর্ব্যক্তিক পরীক্ষা শুরু হলে এক শিক্ষক শ্রেণিকক্ষে এসে তাদের সবাইকে ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে উত্তর ভরাট করতে বলেন। শিক্ষকের কথামতো প্রায় সব পরীক্ষার্থীই ‘ক’ সেটের উত্তরপত্র ভরাট করে।
পরে বিষয়টি দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে এলে তিনি জেলা প্রশাসককে অবহিত করেন। খবর পেয়ে ডিসি, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-শিক্ষা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই বিদ্যালয় কেন্দ্রে যান। তখন পরীক্ষার্থীদের অসুদপায় অবলম্বনে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেলে শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন