স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন
একজন-দুজন করে হলি আর্টিজানে ঢোকে জঙ্গিরা
রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে হামলাকারীরা দল বেঁধে নয় বরং একজন-দুজন করে প্রবেশ করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, আশপাশের এলাকায় স্থাপিত ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে এসব তথ্য পাওয়া গেছে। সেখানে দেখা যায়, এই সন্ত্রাসীরা একজন-দুজন করে ঢুকেছে। তারা সংঘবদ্ধ বা দলগতভাবে ঢোকেনি।
গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলার ব্যাপারে সরকারের কাছে আগেই গোয়েন্দা তথ্য ছিল। মন্ত্রীর এই বক্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আজ সাংবাদিকরা জানতে চান, সরকারের কাছে আগাম তথ্য থাকার পরেও কেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হলো না?
এই প্রশ্নের জবাবে গতকালের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দেন আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল যে জঙ্গি হামলা হতে পারে। তবে কোথায় হবে তা স্পষ্ট ছিল না।’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে পুরোহিতসহ অনেককে হত্যার হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার এগুলো গুরুত্বের সঙ্গে দেখছে। সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জঙ্গি তৎপরতার বিষয় সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এগুলো নজরদারি করছে। তবে এগুলো অনুসন্ধান করতে একটু সময় লাগবে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন