“একটা পর্ণ আসক্ত বর্বর মানসিক রোগীর সাথে সংসার করছি, যে আমাকে…”
প্লিজ আমার নাম পরিচয় প্রকাশ করবেন না। আমি লজ্জায় মারা যাব। আমি আপনাকে ফেইসবুক এর মাধ্যমে আরো আগে থেকেই চিনি। কিন্তু কোনদিনও ভাবিনি, এইভাবে আপনাকে কখনো চিঠি লিখতে হবে।
আমার বয়স ২৭, বিয়ে হয়েছে মাত্র ৯ মাস হলো। বাবা না থাকায় বিয়ে একটু দেরিতে হয়েছে। আমার স্বামীর বয়স ৩৩ এবং সে একজন মানুষিক রুগী। তার কারণে আমি আজ শারীরিক ভাবে বিকলাঙ্গ। আমার কথাগুলো কাউকে বলা দরকার, না হলে পাগল হয়ে যাব।
আমার বাবা নেই। একটা ছোট ভাই আছে। ছোটবেলা থেকেই আমি খুব লাজুক। নিজের প্রয়োজনের জিনিসগুলোও কখনো লজ্জায় মায়ের কাছে চাইতাম না, মা নিজেই বুঝে নিতেন। আমার মা’ ই আমার বিয়ের যাবতীয় আয়োজন করলেন। আমার এরেঞ্জ ম্যারেজ। ছেলেকে আমার পছন্দই হয়েছিল। বিয়ের সময় কিছুই বুঝি নাই। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে সমস্যা গুলো বুঝতে শুরু করলাম।
প্রথমত সে একজন পর্ন আসক্ত। যখনি সময় পায়, তখনি ওগুলো দেখে। আমাকেও ওদের মত করতে বলে। প্রথম ভেবেছিলাম, মাত্র বিয়ে হলো- ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাই আমি তেমনভাবে কখনো নিষেধ করিনি। বরং রাত্রে আমিও ওর সাথে দেখেছি।
ওর ভীষণ পছন্দ ছিল, মেয়েদের উপর অত্যাচারের পর্ন। একদিন বলল, আমাকেও ঐভাবে আদর করবে। আমি ভয় পেয়ে যাওয়ায় বলে “আমি তোমাকে কোনো কষ্ট দেব না, শুধু হাত পা আর চোখ বেঁধে আদর করব। আর এটা ভিডিও করব। আজ থেকে অনেক বছর পর আমরা যখন দেখব, তখন অদ্ভুত ভালো লাগবে।” অনেক বোঝানোর পর, আমি বিশ্বাস করে রাজি হই।
ও আমাকে নগ্ন করে বিছানায় শুইয়ে, খাটের ৪ পায়ের সাথে আমার ৪ হাত পা টান করে বেঁধে ফেলে। তারপর চোখ বেঁধে দেয়- প্রথম কিছুক্ষণ সব ভালই ছিল। হঠাৎ করেই আমার গোপনাঙ্গে তীব্র ব্যথায় চিত্কার করে উঠি। দুনিয়া অন্ধকার হয়ে আসে।
আমার স্বামী ভয় পেয়ে আমার চোখ আর হাত খুলে দেয়, দেখি, আমার গোপনাঙ্গ থেকে রক্ত বের হচ্ছে, বিছানার চাদরে পড়ছে। এইটুকু দেখে ব্যথায় আর ভয়ে আমি জ্ঞান হারাই। ও ধারালো একটা ব্লেড দিয়ে আমার ক্লিতরিসের মাথা কেটে ফেলেছে। আমার যখন জ্ঞান ফেরে, তখন দেখি একজন লেডি ডাক্তার নিয়ে এসেছে আর ডাক্তার কে বলা হয়েছে, আমি সেভ করতে যেয়ে কেটে ফেলেছি। আমি খুব অবাক হয়েছি- যে ডাক্তারও সেই কথা বিশ্বাস করেছে। সে পরিবেশ, পরিস্থিতি দেখেও কিছু বোঝেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন