একটি কুকুরের বিয়েতে ৫ হাজার অতিথি!
কোনো সেলিব্রিটি নয়, এক কুকুরের বিয়ে উপলক্ষ্যে রীতিমতো জমে উঠেছিল বিয়ের আসর। ভারতের উত্তরপ্রদেশের কৌশম্বী জেলার পাওয়ারা গ্রামে ওই কুকুরের বিয়েতে হাজির ছিলেন অন্ততত ৫ হাজার অতিথি। আজ শনিবার একেবারে হিন্দু ধর্মের রীতিনীতি মেনেই এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েকে কেন্দ্র করে স্থানীয় মানুষ ও অতিথিদের মধ্যেও উত্সাহের শেষ ছিল না। অনুষ্ঠানকে জমকালো করার জন্য ভাড়া করে আনা হয়েছিল ডিজে (ডিস্কো জকি)। আর তার তালে তালেই শরীর দোলাচ্ছিলেন অতিথিরাও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাগুন [কুকুরটি]’র মালিক বসন্ত ত্রিপাঠি এবং শাগুনিয়া (কনে কুকুর)’র মালিক জং বাহাদূর। দুই মালিকই সামনে দাঁড়িয়ে থেকে কুকুরের চার হাত এক করে দিলেন। বিয়েতে আগত অতিথিদেরর জন্য ঐতিহ্যবাহী ভারতী খাবারেরও ব্যবস্থা করা হয়েছিল। অতিথিরা সকলেই তা চেটেপুটে খান।
দুপুরে যখন কনে কুকুর শাগুনিয়াকে তার বর কুকুর শাগুনের হাতে তুলে দিচ্ছিলেন সেসময় মেয়ে বিদায়ের দুঃখে জং বাহাদূরের দুই চোখ থেকে পানি ঝড়ে পড়ছিল। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সবই ছিল ধর্মীয় রীতি মেনেই। শুধু মানুষের বদলে পাত্র-পাত্রীর জায়গায় কুকুর-তফাত্ স্রেফ এটুকুই।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন