একসঙ্গেই ১০০ তম জন্মদিন পালন করলেন যমজ বোন
জন্ম থেকেই শুধু নয়, একেবারে মায়ের গর্ভেও তারা একত্রে ছিলেন। এরপর একত্রে বাস করছেন তারা একশ বছর। সম্প্রতি ইরিন ক্রাম্প ও ফিলিস জোনস নামে যমজ বোন তাদের একশ তম জন্মদিনটিও একত্রে পালন করলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্ট।
দুই বোনের বয়সের ব্যবধান মাত্র ২৫ মিনিট। আর তাদের জন্ম হয়েছিল ১৯১৬ সালের ২০ নভেম্বর। এরপর থেকে তারা মূলত একত্রেই ছিলেন। বাস করেছেন যুক্তরাজ্যের ওরচেস্টারে।
যমজ এ বোন মূলত আইডেন্টিক্যাল টুইন নন। তবে তাদের অন্যান্য বিষয়ে যথেষ্ট মিল রয়েছে। তারা একই স্কুলে পড়াশোনা করেছেন। তাদের প্রথম চাকরিও একই ছিল।
তারা তাদের শততম জন্মদিন পালন অনুষ্ঠানে জানান, দীর্ঘ জীবনের রহস্য। তারা বলেন, ‘কঠোর পরিশ্রম ও ভালো খাবার’ সেই রহস্য।
জন্মদিন অনুষ্ঠানে তাদের ৪৮ জন বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছোটবোন ইরিন জানান, আমরা একত্রে প্রায়ই জন্মদিন ও অন্যান্য বিশেষ দিন পালন করি। আজকের দিনটিও তেমন বিশেষ দিন। এর আগে তারা একত্রে ৯৯তম জন্মদিনও পালন করেছিলেন বলে জানান।
এ যমজ বোনের এক বড় বোন ছিলেন। তিনি ২০০৬ সালে মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর।
ইরিনের কোনো সন্তান নেই। তবে ফিলিসের এক ছেলে রয়েছে। তিনি তার মা ও খালার যত্ন নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন