একসাথে পাঁচ সন্তানের জন্ম, এক ঘণ্টার মধ্যেই মৃত্যু

একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন এক নারী। একটিকেও বাঁচানো গেল না। এক ঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল ভারতের গুজরাটের সংখেদা হাসপাতালে।
২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রথমে তার দুই সন্তানের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত। পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একইসঙ্গে আরও ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।
কিন্তু তিন সদ্যোজাতেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু। পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল।
সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে জানিয়েছেন, ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা। বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন